পাতা:কবিতাপুস্তক.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R'ど আকবর শাহের খোষ রোজ । বলে শুন ধনি হইয়াছি প্রীত দেখিয়া তোমার সাহস বল । যাহা ইচ্ছা তব মাগি লও সতি, পূরাব বাসন, ছাড়িয়া ছল ৷ এই তরবারি দিলু হে তোমারে হীরক খচিত ইহার কোব । বারবালা তুমি ; তোমার সে যোগ্য ন। রাখি ও মনে আমার দোষ । ভাজি হতে তোম। - ভগিনী বলি লু ভাই তব তামি ভাবিও মনে । ব1} হকে বাসল। মাগি লও বক্স ধ। চাহিবে তাই দিব এখনে ॥ তুষ্ট হয়ে সত বলে ভাই তুমি সম্প্রীত হইনু তোমার ভাযে । ভিক্ষ যদি দিব, দেখাইয়া দ ও নিগমের পথ, যাইব বাসে । দেখাইল পথ, আপনি রাজন বাহিরিল সতী,সে পুরী হতে । সবে বল জয়, হিন্দুকন্য। জয়, হিন্দুমতি থােক ধৰ্ম্মের পথে ।