পাতা:কবিতাপুস্তক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে ভাসাল জলে তোরে কাননসুন্দরি ! বসিয়া পল্লবাসনে, ফুটেছিলে কোন বমে, শাচিতে পবন সনে, কোন বৃক্ষোপরি ? কে ছিড়িল শাখ হতে শাখার মুঞ্জরী ? २ কে আনিল তোরে ফুল, তরঙ্গিণী-তারে ? কাহার কুলের বালী, আনিয়া ফুলের ডাল, ভসিক্ত সলিলে যেন, আকাশেতে তারা । কম্ব কলম্বিনী গায়, যেন বিহঙ্গিনী প্রায় কিম্ব যেন মাঠে ভ্রমে, নারী পথহার ; কোথায় চলেছি, ধরি, তরঙ্কিণীধারী ?