পাতা:কবিতাপুস্তক.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাই ভাই । কোন রাজ্য তুমি শাসিয়াছ ভাল ? কোন মারাথনে ধরিয়াছ ঢাল ? এই বঙ্গভূমি এ কাল সে কাল অরণ্য, অরণ্য অরণ্যময় ॥ 6. কে মিলল আজি এ চাঁদের হাট ? কে খুলিল আজি মনের কপাট ? পড়াইব আজি এ দুঃখের পাঠ, . শুন ছিছি রব, বাঙ্গলি নামে, যুরোপে মার্কিনে ছিছি ছিছি বলে শুন ছিছি রব, হিমালয় তলে, গুন ছিছি রব, সমুদ্রের জলে, স্বদেশে, বিদেশে, নগরে গ্রামে । やう কি কাজ বহিয়া এ ছার জীবনে, কি কাজ রাখিয় এ নাম ভূবনে, কলঙ্ক থাকিতে কি ভয় মরণে ? চল সবে মরি পশিয়া জলে ।