পাতা:কবিতাপুস্তক.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টি । চল নামি—আষাঢ় আসিয়াছে—চল নামি । আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বিন্দু, এক এক জনে যুথিকাকলির শুষ্ক মুখও ধুইতে পারি না---মল্লিকীর ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না। কিন্তু আমরা সহস্ৰ সহস্ৰ, লক্ষ লক্ষ, কোটি ক্লোটি,-মনে করিলে পৃথিবী ভাসাই। ক্ষুদ্র কে ? দেখ, সে এক, সেই ক্ষুদ্র, সেই সামান্য । যাহার ঐক্য নাই, সেই তুচ্ছ। দেখ, ভাই সকল, কেহ একা নামি ও না—-অৰ্দ্ধপথে ঐ প্রচণ্ড রবির কিরণে শুকাইয়া যাইবে—চল, সছক্ৰে সহসে, লক্ষে লক্ষে অৰ্ব্বদে অর্ব দে, এই বিশোষিত পৃথিবী ভাসাইব । । 鬱 পুথিবী ভাসাইব । পৰ্ব্বতের মাথায় চড়িয়া, তাহার গলা ধরিয়া,বুকে পা দিয়া, পৃথিবীতে নামিব; নিঝ রপথে স্ফটিক হইয়। বাহির হইব । নদীলর শূন্যহৃদয় ভরাইয়া, তাহাদিগকে রূপের 4সন পরাইয়া, মহাকল্লোলে ভীমবাদ্য বাজাইয়া,