পাতা:কবিতাপুস্তক.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१t.jjङ । ら) – বর্ষা তোমার জন্য, দুঃখীর জন্য, আমার জন্য। সেই জন্য র্কাদিতে চাহিতেছিলাম –কিন্তু কুঁদিব না। যিনি তোমার আমার জন্য এই সংসার অন্ধকারময় করিয়াছেন, কঁাদিয়া তাহাকে দোষ দিব না ! যদি অন্ধকারের সঙ্গে তোমার আমার নিত্য সম্বন্ধই তাছার ইচ্ছা, আইস অন্ধকারই ভাল বাসি। আইস, নবীন নীল কাদম্বিনী দেখিয়া, এই অনন্ত আলংখ্য জগন্ময় ভাষণ বিশ্বমণ্ডলের করাল ছায়। অনুভূত করি; মেঘর্জন শুনিয়া, সৰ্ব্বধ্বংসকারী কালের অবিশ্রান্ত গর্জন স্মরণ করি;—বিদ দাম দেখিয়া, কালের কটাক্ষ মনে করি । মনে করি, এই সংসার ভয়ঙ্কর, ক্ষণিক,- তুমি আমি ক্ষণিক, বর্ষার জন্যই প্রেরিত হইয়াছিলাম ; কঁদিবার কথা নাই। আইস নীরবে, জ্বলিতে জুলিতে, অনেক জ্বালায় জুলিতে জুলিতে, সকল সহা করি । নহিলে, আইস, মরি । তুমি দীপালোক বেড়িয়া বেড়িয়া পুড়িয়া মর,আমি আশাক 尘阅研 মহাদীপ বেড়িয়া বেড়িয়Lপুড়িয়Lমব্রি-L দীপালোকে তোমার কি মোহিনী আছে জানি না—তাশার আলোকে আমার যে মোহিনী আছে, তাহ জানি ।