4アサ・
বাল্য রচন ।
কোথায় মন্মথ গেল, তরি কোন ভিতে । রজনী গভীর। তবু ভয় নাই চিতে ॥ এমন সময়ে শোনে সঙ্গীতের ধ্বনি । । মন্মথ গইছে গীত বুঝিল অমনি । বুঝিল সঙ্কেত করে সেই প্লিয় জন, নদীতীরে চন্দ্রীলোকে বসিঙ্গ তখন ॥ তীরেতে লাগিল তরি অত্ৰুিত 委び和 l দেখিতে দেখিতে দুয়ে দুঞ্জের হৃদয়ে ॥ কতই আদর করে, পেয়ে সাহাগিনী । কতই রোদন করে কাতরা কামিনী ৷
8
তপন ললিত কয়, “ আর জালা নাহি সয়, পডিয়া দম্যর হাতে, যে দুঃখ হে পেয়েছি ।
ক{{ড় নিল হালঙ্ক বি, লাঞ্ছ না কত আ ম : ব ,
তীরে তীরে কেঁদে কেঁদে এতদূর এয়েছি । দেপা হবে তব স1থ, হেন নাহি জালি নাথ,
ণ i৷ কfর কালী আজি রেখেছেন চরণে ।” পতি বলে “ শুন প্রয়ে, তোমা ধনে হার ইয়ে,
মরিব বলিয়ে আজি, প্রবেশি তু কাননে
দেখিলাম দুই ধার, মহা ইণ্যে অন্ধকার,
নীরবে নিৰ্ম্মল নদী, তার মাঝে বহিছে । ভীষণ বিজন স্তব্ধ, নাহি জীব নাহি শব্দ,
তর দলে চলে জলে, ঘুমাইয়া রহিছে।
পাতা:কবিতাপুস্তক.djvu/৯৬
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
