পাতা:কবিতা ও গান.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
থামাও বাঁশরী তান।

বেদনা আকুল প্রাণ,অন্ধ আঁখি আঁখিনীরে,
কার পথ নিরীখিয়ে দাঁড়াইয়ে আছি তীরে?
তরী চলে শত শত,আসে যায় লোক কত,
কোথায় সে, কোথায় সে, আঁখি-শুধু খুঁজে ফিরে।
আসিবে কি? আসিবে না—পাষাণ নিষ্ঠুর ধরা,
কে কার আপন হেথা? কে কাহারে দেয়,ধরা?
শূন্য হেথা ব্যবধান,দেয় না কেহ ত দেখা,
সব দুর,সব পর,সব হেথা একা একা!

* * * * * * * *

গেল যুগান্তর বেলা স্তব্ধ ঘোর সন্ধ্যাকায়া,
কাঁপিছে নদীর বুকে নিরাশ মৃত্যুর ছায়া।
সুদূরে সঙ্গীত একি বাঁশরীতে কার ভাষ?
মরণের কালে সাড়া কি দারুণ উপহাস!
এলে যদি এস কাছে কেন দাঁড়াইয়া দূরে?
দেখাও অমৃত নদী অনন্ত পিপাসাতুরে!
বলহীন জীর্ণদেহ দীর্ঘ জাগরণ নিয়ে—
জীবন্ত সমাধি শুধু রহিয়াছি দাঁড়াইয়ে।
নিকটে যাইব আমি—ক্ষমতা কি আছে হা রে!
এলে যদি এস কাছে,কেন দাঁড়াইয়ে পারে?
আসিবে না? বেশ তবে ঘামাও বাঁশরী তান;
কঠোর বজ্রেতে চাহি করুণার অবসান!