পাতা:কবিতা ও গান.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উপহার।

তেমনি রয়েছে সাধ,সখিরে,সে সব কোথা!
চাঁদিনী যমুনা তীরে
কই সেই হাসিটি রে?
তটিনীর কল তানে সেই চুপি চুপি কথা?

উল্লাসের মাঝখানে
কোথা সে প্রেমের গানে
আঁখি দুটি ছল ছল মিছে অভিমান ছুতা?
হেসে এসে কেঁদে যাওয়া,
যেতে যেতে ফিরে চাওয়া,
থমকি দাঁড়ান সেই,অনিমেষ আঁখি পাতা?

নেই ত সে দেখা শোনা,
নেই সে মুহূর্ত্ত গোনা,
সে সব কিছুই নেই, প্রাণে শুধু আছে ব্যথা;
মনে শুধু আছে স্মৃতি,
হৃদে শুধু জাগে প্রীতি,
ফুল ফোটা গেছে ঘুচে বেঁচে তবু আছে লতা।
থাক,সখি,তাই থাক,
ধর,তবে তাই রাখ,
সেই স্মৃতি প্রীতি দিয়ে,সখি,এ মালিকা গাঁথা!