পাতা:কবিতা ও গান.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৩
কবিতা ও গান।

সত্যকার ছবি একি আজিকে সমুখে দেখি?
কিম্বা নিশীথিনী দেখে সুখের স্বপন?
সত্য বলে পরকাশে,এখনি মিলাবে হেসে,
যখনি প্রভাত রাণী মেলিবে নয়ন।

কত স্বপ্ন দেখিয়াছি আবার গিয়াছে ভাঙ্গি,
এক ফোঁটা অশ্রু শুধু একটি নিশ্বাস—
সেই স্বপনের শেষে দেখেছি রয়েছে পড়ে,
স্বপ্নের অস্তিত্বে বুঝি জাগাতে বিশ্বাস।

ছিল যারা নাই আর,কোথায় কে জানে?
আকুল পরাণে চাহি অনন্তের পানে;
অশ্রুতে পরাণ ভাসে,ধীরে আঁখি মুদে আসে,
জগৎ মিলায় ধীরে আঁধার নয়ানে।

এও যদি স্বপ্ন হয় আবার ভাঙ্গিবে নয়!
কে তোর সোণার ছেলে,দেখি দেখি আয়—
একবার কোলে করি,কুলে নিয়ে আয় তরী .
সুধামুখে চুমি খাব আয় আয় আয়।