পাতা:কবিতা ও গান.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কবিতা ও গান।

উপকূলে থরে থরে   এসেছে তুলিতে ফুল
বায়ুস্তরে ফুলি ছলি,   বালিকা সাজিটি হাতে।
হরষে সরসে মুখ   ভুলে গেছে ফুল তোলা
দেখিতেছে তরু-গুলি!   চেয়ে আছে নভ-পাতে!

শুাম শস্য দুর্ব্বাদল   বালিকা দেখিছে চেয়ে,
ভক্তিভরে ম্যুয়ে ন্যুয়ে,  ফুল তোলা গেছে ভুলে,
প্রণমে তাহারে মুখে,   প্রতিধ্বনি গাহিতেছে
ধরাতলছুয়ে ছুয়ে।  সপ্তমে লহরী তুলে!

শুভ্র অভ্র জ্যোতির্ম্ময়   কোমল অমৃত স্বরে
অরুণ-কিরণ মাথা,   বিভু নামে ওঠে তান,
গাছিয়া উড়িছে পার্থী   প্রভাত আনন্দে মগ্ন
বিছায়ে পেলব পাখা।  সে গীত করিয়ে পান!