পাতা:কবিতা ও গান.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১১১

কে ছোট কে বড়?

উত্তাল তরঙ্গময় দুর্জ্জয়প্রতাপ
অন্ধকার পারাবার গর্জ্জে ভীম নাদে,
ক্রুদ্ধ ক্ষুব্ধ বক্ষে তার ক্ষুদ্র তরীখানি
কভু উঠে,কভু পড়ে,কভু মহাবলে
ছুটে দিশা হারা,কভু ধীরে অগ্রসরে;
মহোর্ম্মির নিদারুণ ঘাত প্রতিঘাতে
প্রতারিত সন্ত্রাসিত ব্যথিত তরণী;
পরাভব তবু নাহি মানিবারে চায়,
উপেক্ষি সে মহাবল নিজ ক্ষীণ বলে
যুঝে প্রাণপণে লক্ষ্য পথে পঁহুছিতে।


তীর দিয়া চলে যারা থমকি দাঁড়ায়;
দেখি এ অদ্ভূত দৃশ্য করুণ তামাসা
বিস্ময়ে স্তম্ভিত কেহ,কেহ হেসে সারা,
কারো ঝরে অশ্রু,কেহ লভি তত্ত্বজ্ঞান
কহে সুগম্ভীর স্বরে, ‘ধন্য তুমি তরি!
যে শক্তি প্রভাব-দিব্য অনুভবি হৃদে
প্রবল প্রতাপ এই বিশাল সাগরে