পাতা:কবিতা ও গান.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
কবিতা ও গান।

সে স্বপন ভাঙ্গাইয়ে সখী
তবুও দিতেছে তাহে তান,
ঘুমো ঘুমো আধো আধো সুরে
বীণাটি গাহিছে তবু গান;

ঘুমন্ত বীণার তানে সখী
মিলাইয়া কণ্ঠ আপনার,
ললিতের মুখ পানে চেয়ে
ঢালিতেছে গীত সুধাধার।


গান।

“দেবতা গো,এ দেখি স্বপন!
বাস,প্রভু,স্বরগে তোমার,আমি ক্ষুদ্র বালিকা ধরার,
হেথায় কি করে বল,দেব,পাইনু তোমার দরশন?
না,দেবতা,এ বুঝি স্বপন!
যায় বুঝি এ স্বপন ছুটি,এই বুঝি জাগিয়া বা উঠি;
পাইব না দেখিতে তোমারে,বুঝি আর এ ঘুম ভাঙ্গিয়ে;
আকাশের দেবতা গো তুমি,আকাশে যাইবে হারাইয়ে।
কেন প্রাণ করিছে এমন?
দেবতা গো বুঝি এ স্বপন!”


তৃষিত বালার কাণে কাণে
ললিতও যে ঢালে প্রেম গান,
কি একটি মোহময় ভাবে
ভোর করি তাহার পরাণ।
ললিতের এক ঐ গান
শুনিয়া কি সারা দিবানিশা—

তবু তার মিটিবে না সাধ,
তবু তার পূরিবে না তৃষা?
সারাদিন বুঝি সখি-হৃদে
জাগে ডর,জাগে অভিমান;
শুনিবারে ললিতের মুখে
শুধু ঐ শপথ সুতান!