পাতা:কবিতা ও গান.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১১৭

উত্তর-গান।


“চিরদিন তোরি তরে পাতিয়াছি এ হৃদয়,
এ স্বপন ভাঙ্গিবে না—স্বপন যদি বা হয়।
জনম জনম ধ’রে,
এ প্রেমে হৃদয় ভ’রে,
ভ্রমিব আমরা দোঁহে এ লোক ও লোক ময়।
এ স্বপন ছুটিবেনা,
এ প্রণয় টুটিবে না,
পৃথিবীর আর যত সবি যদি হয় লয়।
অমর আত্মার পাতে
রবে ইহা সাথে সাথে;
স্বরগের ধন ইহা,নাহি ইহে মর-ভয়!”


না ফুরাতে শেষ কথা,তার,
না মিলাতে অধরের তান,
কেমন সুধীরে ললিতের
নিমীলিত হোল দু-নয়ান;
ঘুমন্ত সে সোয়ামীর কোলে
সজনীও পড়িল ঢলিয়া,
কুসুম শয়ানে ধীরে ধীরে
দুজনে বিভোর ঘুমাইয়া।

নিশীথের স্তব্ধতার সাথে
মিলাইয়া গেল গীত তান,
কি জানি এ কি মায়ার ঘোরে
সহসা স্তম্ভিত বন-প্রাণ!
ঘুমাইয়া পড়িয়াছে দোঁহে,
তেমনি রয়েছে সব যেন,
কাননে এখনো গীতধ্বনি
উথলিছে মনে লয় হেন।