পাতা:কবিতা ও গান.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৮
কবিতা ও গান।

ঘুমাইয়া পড়িয়াছে বালা
হাসি তবু অধরে ফুটিয়া,
এখনো গাহিছে যেন গান,
বীণাটি সে ভূমিতে লুটিয়া;
এখনো যে ঘুমন্ত বালিকা
বীণাটি ধরিয়া এক হাতে,
আর হাতে মালা এক গাছি,
ঘুমায়েছে পরাতে পরাতে;
ললিতের প্রাণে প্রাণে যেন

উথলিছে সুখের উচ্ছ্বাস,
হৃদয়ের লুকান হরষ
অধরেতে হয়েছে বিকাশ।
সহসা অধর হতে তার
কেন গেল হাসিটি নিভিয়া?
হাসিমাখা মুখানির মাঝে
অমন বিষাদ কেন রাজে?
সুখের স্বপন ঘোরে সখা?
উঠিল কেন রে চমকিয়া?

জাগরণ।
(ঘুম হইতে উঠিয়া)

ললিত।—
কেন হৃদি আকুল এমন?
কি দেখিনু একি এ স্বপন!
সুখের প্রতিমারূপী মরি!
কোথা সেই জ্যোতির্ম্ময়ী ছায়া?
কিছু যে লাগে না ভাল, আর,
সংসারের ধন জন জায়া!
কি যেন চাহিছে এ পরাণ—
তোর প্রেমে পূরাতে না পারে;
জানিনা সে কে সুখের দেবী


হৃদয় এ চাহিছে যাহারে?
বনবালা ঘুমন্ত বালিকা—
একি তুই সেই বনবালা,
প্রেমময় সৌন্দর্য্য জ্যোতিতে
হৃদয় যে ছিলি করে আলা?
ঐ হোথা ঐ যে দাঁড়ায়ে
হৃদয়ের নূতন সে জ্যোতি!
অজানা কি সুখ-পিপাসায়
হৃদয় বিহবল হেরি অতি!