পাতা:কবিতা ও গান.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। খুকুরাণী। আমার খুকুরাণি, সোণামণি, , , আয় ত কোলে ভাই ! বুকে খুঁয়ে মুখখানি তোর সদাই দেখতে চাই।

  • অমন মধুর হাসি মধুর মুখে

কোথায় আছে কার, চাদ মামী ঢেলে গেছে # = স্বধী যত তার। অমন নরম নরম, বাধো বাধে। 娜 আধো কথাগুনি, কোথা থেকে শিখে এলি বোনটি বল শুনি । তোরে দেখলে পরে, হর্য ভলু হৃদয় ভেসে যায় । রাখি তোরে বুকে করে মায় রে খুকু আয়।


ساجهیچهه----------------------