পাতা:কবিতা ও গান.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
কবিতা ও গান।

দ্বিতীয় সর্গ।
সন্দেহ।
(বিজন কক্ষে একাকী)

বনবালা।–
যাহারে দেখিতে প্রাণ
উঠে সদা আকুলিয়া,
কেন নেহারিলে তারে
হৃদি উঠে দ্বিগুণ জ্বলিয়া?
কেবল যাহার ধ্যানে
দেহেতে রয়েছে প্রাণ;
দেখিব ভাবিলে যারে
সুখে উঠি উথলিয়া;
হেরিলেই কেন তায়—
তীব্র এক যাতনায়,
নিবারণ নাহি মানে,
অশ্রু বহে নেত্র দিয়া?
যখন তারে না দেখি
কতই কল্পনা আঁকি,


কতই আদর তারে
করে এ পাগল হিয়া;
দেখিলে সে মুখখানি
একটি ফুটে না বাণী,
মনের বাসনা যত
মনে যায় মিলাইয়া।
বড়ই আগ্রহভরে,
বড় সাধ আশা করে,
দেখিবারে যাই তারে,
আকুল ব্যাকুল হিয়া!
আগ্রহের প্রতিদান
দেখিতে পায় না প্রাণ,
কাঁদিয়া ফিরিয়া আসি
হাসিবার তরে গিয়া!