পাতা:কবিতা ও গান.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১২১

(সখীর প্রবেশ)

সখী।

সখি, সারাদিন ধ’রে,  রহিবি অমনি করে?
অমনি আঁধারে ঢাকা,  অমনি বিষাদে মাখা,
রহিবে কি মুখখানি তোর?
অমনি সলিলে ফুটি  রহিবে নয়ন দুটি?
কেন,সখি,এতই কিসের জ্বালা ঘোর?

বনবালা।

সেই এক কথা মনে জাগে অনিবার—
কেন,সখি,বোঝে না সে হৃদয় আমার?
মুখানি হেরিলে পরে—জলন্ত ভাবের ভরে
যখন উথলে হৃদি প্রেম পারাবার,—
সুখের তরঙ্গ ছুটে,হৃদি যেন টুটে টুটে,
শোণিতে বিদ্যুৎ ছোটে শত শত বার!
কেন,সখি,বোঝে না সে হৃদয় আমার?
সে মোর মনের আলো এমনি উজল ভায়,
আর ত কাহারো কাছে লুকান নাহিক যায়।
সে আলো তাহারি কাছে কেনগো আঁধার?
নাহি কি নাহি কি তবে ভালবাসা তার?
বড় ব্যগ্র হয়ে,সখি,আদর করিয়া,
কতই মনের কথা কহিবারে গিয়া,—