পাতা:কবিতা ও গান.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
কবিতা ও গান।

একটি কথা না সরে,আঁখি রাখি আঁখি পরে
মন যেন হুহু করি উঠেগো কাঁদিয়া;—
মর্ম্মের ভিতর হ’তে অশ্রু উঠে উথলিয়া।
কতই করিয়ে বল ঢাকি সেই অশ্রুজল,
হাসিতে লুকাতে যাই হৃদয় বেদনা,
নীরদে দামিনী ছুটে,আরো ত আঁধার ফুটে,
কি জানি তবুও অন্ধ কেমন সে জনা?
শূন্যভাবে চেয়ে থাকে,দেখেও যেন না দেখে,
কি জানি কেমনতর সদা অন্যমনা!
নিতান্ত অধীর যদি হয়ে উঠে হিয়া,
নিতান্ত দুখেতে যদি আপনা ভুলিয়া
দারুণ প্রাণের জ্বালা কহিবারে যাই,বালা,
বিষাদের গান গাহি হৃদয় খুলিয়া;
তবুও বোঝে না কেন? শুনিতে না চায় যেন
যতই শুনাতে মন চাহে বারবার।
যদিই বা শুনিবার অবকাশ হয় তার,
বোঝেনা সে,বোঝেনা সে বেদনা আমার!
যেন গো সে যাতনায় কিছু নাহি আসে যায়,
হেরিলে নয়ন জল বলে সে হাসিয়া,—
দুখের অভাবে মোর দুখেতে বাসনা দেয়,
দুখের স্বপন দেখি সুখেতে ভাসিয়া,
হৃদয় শোণিত দিয়া গঠিত যে ব্যথা,