পাতা:কবিতা ও গান.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
কবিতা ও গান।

তৃতীয় সর্গ।
আকুলতা।
(একাকী)

 ললিত।

অনন্ত এ আকুলতা লয়ে
কি করি কি করি—কোথা যাই?
চারি দিক শূন্য—শূন্য ময়,
দাঁড়াবার কোথা আছে ঠাঁই?
কোথা দেবী জ্যোতির লহরী
কোথা সেই মাধুরীর ছটা?
মিলিতে না আঁখিতে আঁখিতে,
চারিদিক ঘোর ঘন ঘটা!
ও আঁখি কোরো না নিমীলন,
চাহ পুনঃ চাহ মুখ তুলে—
অভাগা এ আশ্রয়-বিহীনে
আশ্রয় যাইবে কি গো ভুলে?
একি কথা! দেবী কে সে? কোথা?
বনবালা, দেবি মোর আয়!
মধুর প্রেমের বুকে তো
হৃদয় আশ্রয় মোর চায়।