পাতা:কবিতা ও গান.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৮
কবিতা ও গান।

আঁধার হৃদয় মাঝে,বাহিরে আঁধার,
আঁধারে চৌদিক শুধু করে হাহাকার!
আঁধার আঁধার আঁখে,আঁধার তাকায়ে থাকে,
আঁধারে কাঁদিতে থাকে বিশ্ব চরাচর!


বনবাল ও ললিত।

  ললিত।

সুখের ছবিটি মোর নয়ন-উল্লাস,
পরাণের সঞ্জীবনী হৃদয়-বিকাশ,
বিকশিত কুসুমের মধুরিমা-খানি,
কেন গো বিষন্ন হেরি ঐ মুখখানি?
উলাসিত বসন্তের তুই বনবালা!
যৌবন স্বপন মুখে করিবি যে খেলা—
ললিত লাবণ্য কোথা? কোথা সুধা হাসি?
সুবাসিত মালাখানি কেন ম্লান বাসি?

  বনবাল।

সখাগো,কোরনা উপহাস!
এ যে,সখা,বাসি মালা,নাহিত সুবাস!
কি দিয়ে করিবে তবে বসন্তের হৃদয় বিকাশ?
সখাগো,কোরোনা উপহাস!
ও আদরে বাড়ে ব্যথা,কয়ো না প্রেমের কথা;
নাহি যদি প্রেম,মিছে কেন গো প্রকাশ?