পাতা:কবিতা ও গান.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১২৯

   ললিত।

সারাদিন ঐ এক কথা!
সারাদিন ঐ অভিমান!
না জানি সে প্রেম ক’স কারে,
না পেয়ে যা ব্যথিত পরাণ?
সারাদিন অশান্তি অতৃপ্তি,
সারাদিন আকুলি ব্যাকুলি,
সারাদিন সন্দেহ দারুণ,
দিনরাত প্রাণ জ্বলাজ্বলি!
ইহাকেই বলিস কি প্রেম?
এই যদি ভালবাসা হয়—
তার চেয়ে শান্ত স্নেহময়
বন্ধুতা কি ঢের ভাল নয়?


বনবালা।
একটু একটু যদি থাকে গো দয়ার রেখা,
রাখ এই কথা,সখা,আর নাহি দিও দেখা!
জ্বলন্ত বাসনা হৃদে যদি উঠে দেখিবার,
আকুল পরাণ যদি চাহে তোমা বারবার,
তবু,সখা,তবু,সখা,দিওনা দিওনা দেখা,
যাতনায় এ হৃদয় হয় যদি ছারখার!
সহিতে না পারি সেই তীব্রময় জ্বালা,
যদি গো মরিয়া যায় অভাগিনী বালা,
সে সময় একবার দিও মাত্র দেখা!