পাতা:কবিতা ও গান.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১৩১

ললিত।
গেল চলে;বলে গেল আমাকে চাহেনা আর!
কে কাঁদে কাহার তরে সংসারে কেই বা কার?
পশ্চিমে পড়েছে ঢলে কনক তপনকায়,
এখনো পূরব নভ যদিও লোহিত ভায়;
প্রেমের স্মৃতির রাগ এখনো রয়েছে মাখি,
এখনো কাঁদিয়ে রাঙ্গা বিশাল গগণ-আঁখি!
তবুও এ কতক্ষণ বিরহের অশ্রুজল?
নিমেষের তরে শুধু অভিনয় এ সকল!
উদিবে চাঁদিনী নিশা ফুরাইবে এ বিষাদ,
এখনি হাসিবে নভ হৃদে নব নব সাধ!
তবে যাই,যাই চলে,আমাকে চাহেনা আর,
কে কাঁদে কাহার তরে সংসারে কেই বা কার!