পাতা:কবিতা ও গান.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৪
কবিতা ও গান।

সে সৌন্দর্য্য মোহময়—
করিয়ে করিয়ে পান
আজিও যে উথলিত অবশ হৃদয়!
সে মোহ,কভু কি আর,
টুটিতে পারিব হায়!
সখি,এ বিষম স্মৃতি ছুটিবার নয়!
সেই যে লতিকা দিয়ে
হাতটি বাঁধিয়া মোর
একদিন সুধাস্বরে বলেছিল মোরে,—
“নহে এ লতিকা,বালা!
আমার হৃদয়-ডোরে
আজীবনতরে আমি বাঁধিলাম তোরে!
কি মোহিনী মায়াবলে
বাঁধিল সে যাদুকর,
ছিঁড়িতে নারিনু তাহা এখনো এখনো!
সে বিষ অমৃতজ্ঞানে
এখনো তৃষিত হৃদি,
চাহিছে করিতে পান,আশা নাই কোনো!
একটি অলক গুচ্ছ
কেমনে গুছায়ে দেছে,
হাতের উপর হাত কেমনে রেখেছে;
কেমনে একটি হাসি
শোভেছে বদনে তার,
একটি চাহনি কিবা কেমনে চেয়েছে;