পাতা:কবিতা ও গান.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১৩৫

প্রত্যেক চাহনি হাসি,
প্রত্যেকটি কথা,
সকলি তেমনি তো লো হৃদয়েতে গাঁথা।
হা,সখি!তবে কি আর
আছে আশা—তবু?
ভুলিতে এ হৃদি তারে পরিবে কি কভু?
না গো না,ভুলিতে চাই!
যেন গো মরিতে পাই—
বিষমাখা মধু স্মৃতি হৃদয়েতে ধরে!
ফুলের সুবাস ঘোরে
ফুলটি যেমন মরে,
মরুক তেমনি হৃদি এ সুধার ঘোরে!

সখী।

কাঁদ তবে কাঁদ,সই,নিতান্তই

কাঁদিবি যদি!
অলি সে যে গেছে চলে,ফুলে ফুলে
সঁপিছে হৃদি!
যে জনা যেতে চায়,রাখা যায়
তারে কি বলে?
তুমি যত কাঁদ,শিকলি যত বাঁধ,
সে যে—আপনি খোলে!