পাতা:কবিতা ও গান.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৬
কবিতা ও গান।

বনবালা। (স্বগতঃ)
বুঝি আর এল না সে,বরণ করেছি তাকে!
কেহ কারে বুঝে না রে,মনের ব্যথা মনেই থাকে!
কেন তবে অভিমান, কেন চাহা প্রতিদান,
কেন রে পিপাসা তার—ফেলে গেছে প্রাণ যাকে?
চাহিব না প্রেম আর,ফেলিব না অশ্রুধার,
“এস শুধু কাছে এস”—অভাগী কাতরে ডাকে।
শুধু,সখা,কাছে থাকো—শুধু তুমি চেয়ে দেখো,
দাও গো চরণে শুধু মরিতে এ অবলাকে!