পাতা:কবিতা ও গান.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১৩৯

এস,দেবি,দেহ শান্তি,ঘুচাও মনের ভ্রান্তি,
অনাথা কাতর জনে কেন আর এত ছলা!

(সন্ধ্যাতারাকে দেখিয়া)
ঐ বুঝি তার আঁখি-তারা!
ঢালিতেছে অমৃতের ধারা
স্বর্গ হতে এ দীনের পানে?
ও আঁখি কি গান গাহে?
হৃদয় কিছু না চাহে,
শুধু প্রাণ ডুবে থাক ওরি মাঝখানে!
তাও যে রে ডোবে ডোবে নিভে নিভে যায়,
একে একে যায় সবি, শুধু হায় হায়!
দেবি গো অমর আলো!
কোথা তুমি জ্যোতি ঢালো?
হৃদয়ের অবসাদ কে তার মুছায়!

(চন্দ্রোদয়—জ্যোৎস্নায় তরুতলে
এক যুবতীকে দেখিয়া)

ঐ বুঝি দেবী সে আমার!
হৃদয় যাহারে চায়?
যাহার আসন ধরে হৃদিপরে
অণুক্ষণ এ জীবন আহবান সঙ্গীত গায়?
বুঝি ফুলের গন্ধ,তারার হাসি,—