পাতা:কবিতা ও গান.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪০
কবিতা ও গান।

যাদের আমি ভালবাসি
তারা গো প্রেমে আমার সদয় হয়ে
চেতনরূপে জনম লয়ে
আজিকে নয়নে ভায়?
দেবি,তুমি নয়নের কান্তি হৃদয়ের শান্তি,
পলায় মনের ভ্রান্তি পাইলে তোমায়;
আত্মার নির্ব্বাণমুক্তি তুমি এ ধরায়!

রমণী।  কে পাগল উপবনে আজি!
বুঝি না কি কথা কয়,
মনে বড় জাগে ভয়—
থাকুক কুসুম তোলা,থাক পড়ে সাজি!

(প্রস্থান।)

ললিত।
গেল চলে,চলে গেল,কেহ না আমারে চায়!
সবে আসি কাছাকাছি দেখি দেখি সরে য়ায়!
ভালবাসা যারে ঢালি
সেই যেন দেয় গালি,
আমার হাতের ছোঁয়া অমৃত গরল ভায়!
একি রে হৃদয়-তাপ,
এ কেমন অভিশাপ,—
জানি না কি ঘৃণা দিয়ে গঠিত অভাগা,হায়!