পাতা:কবিতা ও গান.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা গুগাম: কচুঃখের স্বপন ছুটে আঁধার নয়নপুটে, : এ যেন জোছনা ভায় ! হারাণ প্রীতির তীরে যেন কোন স্কৃতিটি ল্পে ধীরে ধীরে ভেসে যায়! সত্ব যেন কার মায়া, সব যেন কার ছায়া, :ঞ্জাণু যেন তারে চায়- , * কোথায় সে, সে কোথায় ! . (অধুর বৃক্ষতলে ) সর্থী। দূর হতে হৃদি প্রাণ দিয়ে বনের সে ক্ষুদ্র তুর্ণফুল মনে মনে তোমারে পূজিত। বনেতেই আছিল ফুটিয়া, কানন কুসুম-বালয়ত, বনেতেই শুকায়ে শুকায়ে ফোটাবার তরে চুমি চুমি,— বৃন্ত হতে পড়িত টুটিয়া ; চমকি সে বনফুলহিয়া কেন ওগো নিঠুর পবন নিতি নিতি তার কাছ দিয়া, কেন তুমি পরশিয়া তারে, কাননে পশিতে যবে তুমি,– মিরদয় আঘাতে আমন, একটু করুণ লভিবারে ছিড়িলে পাপড়িগুলি হা রে! হৃদয়ের বিনিময়ে তার,তুমি যে গো বসন্ত সমীর । যে বাসন জাগিত মরমে, কাননের ফুল রাণী তব,--- লুকাইভ মরমে আবার। সুন্দরী গোলাপ গরবিনী, অযোগ্য সে ক্ষুদ্র তৃণফুল! শোভামী নলিনী সে নব ! করে নাই এমন ছত্রাশা-- সে একটি অরণ্যের ফুল- * কখনো লভিবে একদিন দূর হতে তোমারে দেখিত । স্বরুলন্ত তব ভালবাসা ! )