পাতা:কবিতা ও গান.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ ." গান" ছায়ানট-কাওয়ালি । কাছে, লে যমুনা, নাচত খেলত বিলাস বিকম্পিত কায় ? মৃদু মৃদ্ধ পবনে হিয়া তুয়া সঘনে । কাহে লো ডগমগ ভায় ? কাহে, লো চন্দ্রম, বরষিয়ে মধুমি, শোভয়ে তুঝ হৃদে আজি ? ছি ছি, সখি, ধিক । বিনে সে রসিক মাতল নব সাজে সাজি ? অৰূ তো লো তুয়া কুলে মোহন কদমমূলে নাছি খেলে শুমি মুরারী: অব ত বঁাশী বোল উছলি ন ভূলাওয়ে ব্ৰজপুর গোপিনী নারী। কদম্ব কেশর-কম্পয়ি থর থর ঝর ঝর বরল হতাশে; মাধবী লতিকা—লুষ্ঠিত ধরণী, অব্‌ নাহি মাধুরী বিকাশে! নিকুঞ্জে অলিকুল রোতে রোতে গুঞ্জত কোয়েল কুহরি বিলাপে; # রমণী-পরাণ যুব-সাহিত জুড়ীয়ত, জারল বিরহ উত্তাপে। কাহার মৃতি দেখিয়ে স্কৃতি অবলে,বস্থান, ভলতো ! {