পাতা:কবিতা ও গান.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o o o মল্লার—কাওয়ালি । সখি লো! রিমঝিম ঘন বরিষে! গুরু গুরু গৰ্জ্জনে গৰ্জে লবীন ঘন, বিরহীনয়ান-পারা ঢালিছে শ্রাবণ-ধারা ; কি জলে মরমে জালা—নিভাই কমনে সে দেশমল্লার—আড় । আকাশের ঐ মেঘ এখনি ত’ ছুটিবে ! আবার জোছনা ভীতি এখনি ত ফুটিবে ! ” কিন্তু গো, সজনি, আর হৃদয়ের এ আঁধার এ জনমে অভাগীর কন্তু না ঘুচিবে ! জীবন-বরষা যদি বহাঁয় শোণিত-নদী--- তবু এই আঁখি-ধারা জন্মে ন মুছিবে ! কেদারা—আড়। আজ ওয়ে বঞ্জ ! তোরে কভু না ছাড়ির - আটকি হৃদয়ে তোরে এ হৃদয় দছিল ; হৃদয়ে কি কাজ আর, পুড়ে হোক ছারখার, হৃদয়-সৰ্ব্বস্ব ছেড়ে হৃদয়ে কেন রাখিব ! এ প্রাণ জীবন হৃদি তাঁহারি না হোল যদি, আমারি বা হবে কিলে! পর তারে তোয়াগিব।