পাতা:কবিতা ও গান.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভৈরবী—একতাল | "কত দূরে থেকে শ্রীর ছয়ে । ছুটে এল মলয় বায়— কেন গো গোলাপ-কলি মুখটি তুলি তার পানে না ফিরে চায় ? * আসছে বায়ু সাড়া পেয়ে বোটায় সে ষে পড়লো হয়ে, হাসিটি ফুটতে গিয়ে কেন হোল অশ্রুময় ? মলয় তার কাছে এসে ' ' আদর করে হেসে হেসে,--- উঠলো ন সে—সে পরশে--- . কেন ঝরে ঝরে পড়ে যায় ? আকুল প্রাণে তারে বাল। ডেকেছে সারা বেল ;– এল বায়ু সাজের বেলা, সে অভিমানে মরে যায় ! ছিল বালা ফোটার আশে, ফুটতে ফুটতে ফুটলো নী সে-- মলয় বায়ু জাকুল প্ৰাণে করে শুধু হায় হায় !" ---سمحمهمسي-سيمونههب•