পাতা:কবিতা ও গান.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रीन । ఆసి , অভাগিনী অনাধিনী রছিল যে একাকিনী, মনে রেথো—এই টুকু ধরি গো চরণে। প্রণয়-কুসুমে গাথা বিগত সুখের কথা আনন্দ উল্লাস মাঝে কোরো তবু মনে । না না, নাথ,স্বথে থেকে, মনে রেখে নাই রেখো, তোমারি শ্বরণে জেনে রাখিনু জীবন— তোক্টারি তোমারি ধ্যানে রব অমৃক্ষণ। • বেলোয়ার—আড়া। যাতনার এই দুঃখময় স্থথ তুই কি বুঝিবি, সজনি ? কি বুঝিবি তুই কি যে এত সুখ কঁদিয়ে দিবস রজনী ! এমনি অমূল্য যাতনার এই জীবন আমার ঠাই লে,— * চির হাসিময় সুখের জীবন বিনিময়ে নাহি চাই লো ! হাসিবার কথা নয় এ ত’ সখি, হেসে না এ কথা শুনিয়ে, হেসোনা হেসে না দিও নাক বাথ, আর লো ভুলিতে বলিয়ে। আজীবন ধরে জলিব পুড়িব সুরাট দিবস রজনী,— তবুও তবুও হৃদয়ের ধনে ভুলিব না কভু, সজনি! معمجمreختیجتماعوجاج