পাতা:কবিতা ও গান.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। আবার মেঘ ছুটে আলোক-হাসি লুটে, প্রশান্ত চারিদিক অতিশয় ; ফুরায় ধীরে বেলা ; মেঘের চারু খেলা, তোমার প্রেমলীলা প্রকাশয় ! সন্ধ্যায় চাদ ওঠে, জ্যোৎস্নায় ফুল ফোটে, পাপিয়া গাহে গান, তারকা হেসে চায়; আবেশে ঢল টল মধুর স্বকোমল, অলস দিশা হার চাহনি তব ভায়! : রজনী সুগভীর নিদ্রায় ধীর স্থির, স্বপন তোমারি যে রিচয় } বিরহ হেথা যত, মিলনে অমুরত, গাঁথিছে মিলে মিলে প্রেমের সুবিস্ময়। 'কে বলে তুমি দূরে? আমার হদিপুরে তোমার করিয়াছি স্থাপনা ! অমিত দিবানিশি, তোমাতে আছি মিশি, আপন হতে তুমি আপনা!

هستی مستحسیستمهیچ تستان استنسن=