পাতা:কবিতা ও গান.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१३ গান {

સંદે

বসন্তবাহার—কাওয়ালি। একি এ সুখের তরঙ্গ বহিছে ! এ ভরা পুলকভার সহিতে পারিনে আর, প্রেমস্থধাধারে হৃদি টুটিছে । * এ নিখিল চরাচর মাঝে আনন্দ রাগিণী নব বাজে,4 সে আমার আমি তার—এ উচ্ছ্বাস গীতধার দিকে দিকে উলসি ছুটিছে ; . সুখের প্লাবনে হিয়া ডুবিছে। চাদিম। ছড়ায় জ্যোতিহাস, ফুলকুল ঢালিছে সুবাস, পার্থী মধুগান গায়, আবেশে উথলে বায়, কি নব মাধুরী প্রাণে ভরিছে। স্বরগ বসন্ত বুঝি ধরাতলে ফুটিছে! বাগেশ্ৰী—আড়াঠেকা । চন্ত্রশূন্ত তারাশু মেঘান্ধ নিশীথ চেয়ে জুরভেদ্য অন্ধকারে হৃদয় রয়েছে ছেয়ে ! ভয়ানক সুগভীর বিশ্বাদের এ তিমির, আশারে বিজলি রেখা উজলে না এই হিয়ে ।