পাতা:কবিতা ও গান.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান ৷ هد সখি, কেমন করিয়া প্রাণ ধরি, তার যদি এতই অসাধু— थांकिङई रुणि श्वाँ कि कब्रि ; মুখ, সখি, ফুটেনা যে তায় ! মনের তরঙ্গ যত মনেতে মিশায় । সখি, হাসিয়া যাইতে তারে বলি, মনে মনে যাতনায় জলি, ' ' ভয় মনে, সে যাতনা জানিতে বা পায়, পাছে আঁথি উথলায় ! 影 সখি, বড় অভিমান করে যাইতে যে বলি তারে, বোঝেন সে পলাইয়ে যায়, সে যে কেবলি কাদায় !

শ্রাবণ বেলাগুল-আন্ধা । সখি সে কেমনে চলে যায় ! আমার ত দেখিলে তাহায়, শুধু দেখিলে তাঁহায়, শুধু মুখ পানে চেয়ে প্রাণ উঠে উখলিয়ে, শতবার হৃদিমাঝে বিদ্যুতের লহরী 4ে4য়, সদা ভয়ে ভয়ে সারা, বুঝি পড়িলাম ধরা, হৃদয়ের ভাব বুঝি নয়নে প্রকাশ পায় ! সে ত বুঝিতে না পারে, শুধু ঘাই ঘাই করে, মনে মন না বুঝিলে কে বোঝাবে কায় !