পাতা:কবিতা ও গান.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫీ a কবিতা ও গান । মায়াবিনী । ( তরুর গান ) .নিতান্ত তরল ছোট এ কি রঙ্গ কি তামাসা একটি সে মেঘবালা ! কিছুই বুঝিতে নারি, সে এমন মায়াবিনী ভাল কি বাসে না তারে ? এত জানে প্রেম খেলা ! এমনি বা বাসে নারী ? বুঝি না তাহার ভাব, না তারেই বাসে ভাল, জানিনা সে চায় কিবা ? সেই ভাল আমি দেখি, থেকে থেকে আচম্বিতে শুধু, দিত যদি অশ্রুবিন্দু— মলিন হাসির বিভা ! মরিতাম হৃদে রাখি ! সোণার বরণ এই, মনে মনে এই কথা গিরিশিরে দেয় উকি ! কাতরে কহিমু আমি, সহসা কি অভিমানে দেখিকু বিষণ্ণমুর্থী অশ্রুভারে পড়ে ঝুকি ! ধীরে অসিতেছে নামি । সমীরণে চাহে বুঝি ? শুনিল কি ? জানি না ত ! তাও ত বুঝিতে নারি ? যেতে যেতে গেল চেয়ে ! সে যদি নিকটে আসে ফুলে ফুলে উলসিন্ধু পলায় যে তাড়াতাড়ি ! সে যাদ্ধ কষ্ট্রক্ষ পেয়ে। স’রে যায় উড়ে যায় জীবনের পাতে পাতে দুর নভে যায় ভাসি, , শীতলতা গেল মেখে, বিষণ্ণ অনিলে হেরি লভিস্থ যৌবন চির ঢলি পড়ে হাসি হাসি ! আমি সেইদিন থেকে !