পাতা:কবিতা ও গান.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

 মেঘমল্লার—একতালা| এমন যামিনী, মধুর চাঁদিনী, সে শুধু গো যদি আসিত! পরাণে এমন আকুল পিয়াসা, যদি সে শুধু গো ভালবাসিত! এ মধু বসন্ত, এত শোভা হাসি, এ নবযৌবন, এত রূপরাশি, সকলি উঠিত পুলকে বিকাশি, সে শুধু গো যদি চাহিত! মিথ্যা তুমি বিধি! মিথ্যা তব সৃষ্টি, বৃথা এ সৌন্দৰ্য্য নাহি যদি দৃষ্টি যদি হলাহলে-ভরা প্রেমসুধা মিষ্টি, কেন তবে প্রাণ তৃষিত!

      ______
     ঝিঁঝিট—কাওয়ালি|

দিনের আলো নিভে’এল, তবু প্রাণের আলো চোখে জাগে! নাইক হেথায় দিবা রীতি সদাই জলছে ভাতি অনুরাগে!