পাতা:কবিতা ও গান.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গ{ $ళ " পরজ-আড়া। হাস একবার, সখি, সে মোহন হাসি! ভম্মময় হৃদে যাহা ঢালে সুধারাশি। বিষাদ-তিমিরে, সই, একটি আলোক ঐ, আঁধাের সংসারে উহা ধ্রুবতারা মম! সঙ্কট কণ্টকগণে ও হাসির পরশনে শোভে হৃদে মুখময় কুসুমের সম । অনন্ত বিপদে, প্রিয়ে, ডরায় না এই হিয়ে, যা লাগি লভেছি তোমা অমূল্য রতন। .তোমার কোমল বুকে বাজিল অভাগ৷ দুখে, তাই ত, সদয়া বালা ! দিলে নিজ মন । বার বার শত শত ঘেরিল তরঙ্গ যত, যতই নিবিড় ঘন বিষাদের রাতি ; ততই দ্বিগুণ, প্রিয়া, উজলিল ফুই হিয়া, ততই বিমলতর প্রণয়ের ভাতি ! যতদিন মোর লাগি সোহাগে উঠিবে জাগি, সখি লো! অধরে তোর মধুময় হাসি— ততদিন, প্রিয়ে, শোন, আমাঃ হৃদয় মন মুখ বলি মানিবে স্ট্রে বিপদের রাশি !