পাতা:কবিতা ও গান.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిబ్రీ গান । গৌড়মল্লার—একতাল।। তারক হারাতে পারে ভাতি, দিবসের অবসানে নাহি পারে অসিতেও রাতি ; কিন্তু, সখি, এ হৃদয় মাঝে, তোমাতরে যে প্রেম বিরাজে-- রবে তাহা চির জ্যোতিৰ্ম্ময়, পরিপূর্ণ অমর অক্ষয় ; জন্ম জন্মান্তরে তাহা জীবনের সার্থী ! . সিন্দুড়ী—অাড়া । যাতনা-সমুদ্র মাঝে ডুবায়ে হৃদয় প্রাণে, অভাগিনী অনাথিনী চলেছি স্রোতের টানে ! প্রত্যেক তরঙ্গ-ঘায় হৃদয় বিচুর্ণপ্রায়, এখনো অসাড় তবু হোলনা বেদনে ! দলিত আহত হিয়ে, তবু এ হৃদয় দিয়ে মমতা-শোণিত তপ্ত বহিছে গোপাল ! - এ হেন যন্ত্রণাড়ার রুধিতে তা নাহি পারে, বৈরাগ্য বিরাগভর ধর দিতে এই খানে ! 纖