পাতা:কবিতা ও গান.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ोंम । °豁臀 পিলুবারোয়—কাওয়ালি । এ হৃদয় বুঝিল না কেহ ! অনাদরে উপেক্ষায় সেই ফিরাইল, হায়, যাহারে সঁপিতে গেনু এত প্রেম এত স্নেহ । এ মঞ্চ পাষাণ ভার বহিতে পারিনে আর, কোথায়, মরণ, তুমি চরণে শরণ দেহ। মৃত্যু না জীবন তুমি, শূন্ত না আশ্রয়ভূমি ? তাপিততারণ ওহে ! নিরাশ্রয়ে দাও গেহ । তুমিও না দিলে ঠাই, তোমারো সাড়া না পাই, -না পেকু দুখিনী বলে তোমারে করুণ লেহ ! বেহাগ—আক্ৰীড়া । চোখের আড়াল হলে সবে ভুলে যায় ! পড়িয়ে যে থাকে শুধু কেঁদে কেঁদে চায়! শুধু পথপানে চাহে, স্কৃতির কাহিনী গাছে, আকুল আকাঙ্কণমায়ে বিশ্বাস জাগায় ! ব্যথাভর ভালবাসা, বিরহে অসীম তৃষা, তাই সে ভুলিতে ভোলে এক এ ধরায় !