পাতা:কবিতা ও গান.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান । సిఫి: ঐ দুটি তারা আপনাতে হার, শুনিছে তারো কি বিরহগান ? মালাগাছি গলে তেমনি কি দোলে, শুকান তবু কি তেমনি মান ? বুকে ধরে চেপে উঠে সে কি কেঁপে, শিহরে কন্তু বা অধরে রাখি ? ওগো এমনি পিয়াসা, এত ভালবাসা, এমনি স্মৃতিতে বিহ্বল সে কি ? . প্রাণ কেঁদে কয়, নয় তাতো নয়! সবি বিসরণ সে মায়াপুরে! সেথা পুরাতন বলে কিছু নাহি ছলে, শুধু বাজে বঁাশী নিতি নুতন স্বরে! বেহাগড়া—আড়া । এ হৃদি নিভাতে চাহে ও মরম ব্যথা ! এ প্রতি মুছাতে চাহে ও নয়নপাত ! প্রাণ চায় প্রাণ দিতে, ও আননে ফুটাইতে সরস হরষ হাসি, নর প্রফুল্লতা! জলন্ত এ অশ্রদ্ধার, কিছুই নহে গো আর, বাহিরে প্রকাশ গুধু সেই আকুলতা!