পাতা:কবিতা ও গান.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান । > y তুমি জ্যোতির্ময় রৰি। প্রতি দিন উষাকালে তুমি জ্যোতিৰ্ম্ময় রবি ! কারে দিতে উপহার হৃদয়ের প্রেম ছবি,— কালাকাল তুচ্ছ করি, যুগযুগান্তর ধরি, গাহিছ প্রণয় গীতি, তরুণ অরুণ কবি ! হেথায়কে বোঝে তব প্রাণের গভীর স্নেহ ? হৃদের অসীম রূপ ধরিতে কি জানে কেহ ? ফুটাইতে পূর্ণ হাসি আনন্দের জ্যোতি ঢালে ; সহিতে কে পারে হেথা অত প্রেম অত আলো ? হাসিতে মুখের হাসি “তাপ তাপ” উঠে গান ; প্রেমের বাসনা যত বিলুাপেতে অবসান । হেথায় আকাঙ্ক্ষা শুধু তৃপ্তি কেহ নাহি চায় ; চাহে প্রেম ততক্ষণ, যতক্ষণ নাহি পায় । রূপ হেথা শুধু কথা, চাহেনা স্বরূপ-রূপ ; সন্মুখে অনন্ত সিন্ধু, তারা খুঁজে মরে কুপ! হেথায় চাহে না ভাব, শুধু তারা চাহে কথা ; চাহে না হেথায় সুখ, পেতে তার চাহে ব্যথা ! সত্যের আদর নাই শুধু হেথা চাহে মায়া, কে হেথা আলোক চাহে ? তারা শুধু চাহে ছায়া। এই কি বিশ্বের ধারা সসীমে অসীম লয় ? তবে কেন অশ্রু জল ? এ অশ্রু মোছার নয়!