পাতা:কবিতা ও গান.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান। : ) उद्गरीौ-ज्रांप्लां । কেমনে বিদায় দেব অভাগীসৰ্ব্বস্বধনে । ভাবিতে এ কথা যে গো এখনি শিহরি প্রাণে ! যে মুখটি নিরখিয়ে--অনন্ত যাতনা সয়ে, তবুও অতুল মুখে ভাসি মনে মনে ; কেমনে ছাড়িয়ে রব সে প্রাণের প্রাণে ! না না, নাথ, যাও তুমি দুর দেশান্তরে, , যেখানে পাবে না ব্যথা দুখিনীর তরে । যা আছে অদৃষ্টে হবে, তুমি ত গো মুখে রবে, সুখী আমি মনে মনে রব তাঁহাতেই ! • শুধু গো তোমার কাছে একটি প্রার্থনা আছে, বিদায়ের কালে শুধু ভিক্ষা মাগি এই— যে দিন শুনিবে কাণে তোমারি তোমারি ধ্যানে জীবন ত্যজেছে এই অভাগিনী বাল, এড়ায়ে গিয়াছে চলি সুখ দুঃখ জালা ; একবিন্দু অশ্রদ্ধার তখন গো উপহার দিও তব অভাগিনী মৃতের স্মরণে !