পাতা:কবিতা ও গান.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ουν গান । সিন্ধুকাফি—অাড়া । কেহ শুনিল না, হায়, এ পুর্ণ প্রাণের কথা! চিরকুদ্ধ রয়ে গেল তরঙ্গিত আকুলতা! . সজন সমাজ হেন বিজন শ্মশান যেন ! চন্দ্র সুৰ্য্য তারা আছে নাহি তাহে উজ্জ্বলতা। একি রে ভীষণ ঠাই ! সব আছে কেহ নাই— সম্মুখে অপার সিন্ধু নেভে না তৃষ্ণার ব্যথা ! মল্লার—ঝাপতাল । এত বুঝাইয় কেন বোঝে না এ মন ? কি লাগি যাতনা প্রাণে সে সুখী যখন ! এ দুঃখের অশ্রদ্ধার তার প্রতি তিরস্কার, জাগায় সে হাসি মুখে বিষাদ বেদন । এই কি নিঃস্বার্থ প্রেম ? এই কি গো ভালবাসা ? এখনো গোপনে যদি আপন মুখে লালুঃ! পুড়ে ইহা হোক থাক, প্রাণ ইথে যাবে যাক, যার প্রাণ সে নিলে না মোর কিব। প্রয়োজন । झश्नं=श्__्तं