পাতা:কবিতা ও গান.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ কৰিক্তী ও গান । আমার ঘুম ভেঙ্গেছে। আমার ঘুম ভেঙ্গেছে, ওগো ভুল ভেঙ্গেছে! শীতের প্রভাতে আজ বসন্তের পার্থী, আঁধার বকুল শাখে উঠিয়াছে ডাকি ; কাননের প্রাণ টুটে, কুয়াসা পড়িছে ছুটে, আশার উষার রাগে মুখানি রেঙ্গেছে, আমার ঘুম ভেঙ্গেছে, এ নহে সে মধুমাস, ভুল ভেঙ্গেছে ! <救 যেতে যেতে বল, পাখি, কোন ফুলময় দেশে? সুদূর প্রবাসে এই একাকী পড়েছ এসে ! দিশাহারা সার্থীহার, ডাকিছ আকুল পারা, সে গানের প্রতিধ্বনি হৃদয়ে জেগেছে, আমার ঘুম ভেঙ্গেছে, ওগো ভুল ভেঙ্গেছে !