পাতা:কবিতা ও গান.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান ! মিশ্রপিলু—যৎ । লুকাইবি যদি পুনঃ কেন দেখা দিলি, বালা ! কেন এ শীতল স্পর্শ শুধু বাড়াইতে জাল ! স্বর্গের অমৃত তানে মোছিলি কেম এ প্রাণে, নিমেষের তরে শুধু যদি এ স্থপন লীলা । আঁধারে ছিলাম ভাল, কেন এ ক্ষণিক আলো, প্রাণে শুধু ধাধ হানে এরূপ চপল খেলা ! কাণে সেই গীতরেশ, প্রাণে সেই মধু বেশ ; গলে সেই ফুলহার, তবু সে শুকান মালা ! আসোয়ারি-কাওয়ালি । আহা কেন ঐ মুখখানি আজি বিষাদ বরণে রয়েছে স্নান ? কি দুখ বেজেছে কোমল পরাণে শুধায়, সখি, এ আকুল প্রাণ। বিষঃ হেরিলে ভেঙ্গে যায় বুক, হৃদয়ের শিরা ছিড়িয়ে যায় ! কি যে মৰ্ম্মভেদী সে দারুণ জ্বালা মরমি শুধু তা জানে যে হায়! শতচাদমাজ ঐ মুখখানি কেন আজি আহা বিষাদময় ! চির হাসিমাথা নয়নযুগলে কেন আজি অশ্রু সলিল বয়, প্রফুল্ল হেরিতে ও মুখকুমল মুছিতে বিন্দু সলিল বারি। কি করিতে বল করিব এখনি, ক্লন তার তরে সহিতে পারি। জীবন পরাণ যা আছে আমার হাসিয়া সঁপিব চরণে আনি, যদি একবার নিমেষেরে তরে উজলে তাহাতে ও মুখখানি ।