পাতা:কবিতা ও গান.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান । 次?ン - মিশ্রমল্লার—আড়া । উদয় মধুর মধু, কোথায় প্রাণের বধু অভিমানী যামিনী-কামিনী । তই ঘন গরঞ্জন, রিমঝিম্ বরষণ, চমকিত চকিত দামিনী । সারাহ্মণ যার লাগি আশায় রয়েছি জাগি, আসেনি সে, তাই উন্মাদিনী ! নয়নেতে অশ্রুজল তাই ঝরে অবিরল, ঘন বহে আকুল নিশ্বাস । পরাণে লেগেছে দুখ, দেখিবে না চাদমুখ, . তন্তু ঢাকা জলদের বাস । তরুণী রজনী বালা, হৃদয়ে বিরহু জালা, খুলিয়াছে হাসি খুসি সাজমধুর বসন্তে তাই চাদিনী সুষম মাই, বরষা বাদল ঘন মাজ ! দেশমল্লার—একতালা । এমন বারি করে, / . এমন ধরে থরে আকাশ ঘন ঘোরে ছেয়েছে ! 橡 এমন বরষীয় "সে মোর আজি, হায়, কোথায় কোন দূরে রয়েছে !