পাতা:কবিতা ও গান.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հչb কবিতা । খুজিতে আপন পথ সঙ্গীগণ ব্যস্ত রত, যারা ছিল আত্ম অতি তাহারাই পর ঘোর ! এই যে প্রফুল্ল হাসি অধরে বেড়ায় ভাসি, নিজেই ভুলিয়া যাবি একদিন ছিল তোর! তখনো আসিবে হাসি, সে শুধু সন্দেহ-রাশি। সে শুধু ক্রকুট তীব্র, ঘৃণাময় হাসি বাকী ; সে শুধু ভুলেতে রোষ, বিধাতার প্রতি দোষ, খুলিতে সত্যের মূৰ্ত্তি নিরখি রহন্ত ফাকা! . সে দিন আসার আগে এমনি উচ্ছ্বাসে রাগে ও মধুর হাসি তোরা হেসে নে মনের সাধে,— মেঘের বরণ যেন এখনি মিলাবে হেন, সমস্ত জীবন দিলে পাবিনে একটু বাদে !