পাতা:কবিতা ও গান.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৱিতা ও গলি । ১3 না, পাখি, গেয়োন আর অয়ন আকুল তানে! দেখ দেখি কে চাছিয়ে তোমার মুখের পানে ; কেন গো উতলা তুমি ? এ নহে প্রবাস ভূমি, তোমারি কানন এ যে, তব আশে বেঁচে প্রাণে । সে দিনের কথা, হায়। মনে কি পড়ে ন তোরে ? গাহিতিস শাথে বসি সুখের স্বপন ঘোরে! থরে থরে ফুল ফুটে, চরণে পড়িত লুটে, হায় রে সে ফুল রটে বহুদিন গেছে ঝরে। উৰুত এ বন সেই যদিও কুমুমহীন, সবি আছে গেছে তার শুধু বসন্তেরি দিন! তাই আজ, পাখি হারে, চিনিতে নারিস তারে ? তোরি তরে যে হয়েছে এমন মলিন দীন ! যেদিন হইতে তুই গিয়াছিল দেশান্তরে, সেইদিন হতে তার ফুলগুলিখেছে ঝরে। সেইদিন হতে তার . হৃদি মন অন্ধকার, সেই দিন হতে তার হাসি ছটা গেছে মরে!