পাতা:কবিতা ও গান.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৩০
গান।

প্রভাতী-একতালা।

কি আলোক জ্যোতি আঁধার মাঝারে,কি পুলকে প্রাণ ছায়!
ফুটিল এ না কি অন্ধ নয়ন—সমুখে নেহারি কায়!
আপনার মায়ে পেয়েছি দেখিতে,চিনিয়াছি ভাই বোন;
কেন তবে দূরে দাঁড়াইয়ে—আজি মহোৎসব-সম্মিলন!
আজিকার দিনে ভোল আত্মপর,থেকোনা আপনা লয়ে,
অনাথ জনের জুড়াও যাতনা প্রেমের অমৃত দিয়ে।
শত হৃদয়ের দলরাশি মিলে একটি পরাণ হোক্,
এক হয়ে যাক শত হৃদয়ের হরষ বিষাদ শোক।
শত কণ্ঠ তুলে অনন্তের সুরে গাহরে মিলন গান,
অসীম আকাশে উথলি উঠুক বিমল মধুর তান।
স্বরগের শান্তি আনিবে বহিয়ে আকুল সে প্রেমগান,
পবিত্র হইবে মলিন পৃথিবী,তৃষিত পাইবে প্রাণ।
শত কণ্ঠ তুলে অনন্তের সুরে গাহরে মিলন গান,
স্বরগের শান্তি আনিবে বহিয়ে আকুল সে প্রেম-তান।
দুরে যাবে পাপ,দুরে যাবে তাপ, থাকিবে না অভিমান;
পবিত্র হইবে মলিন পৃথিবী,তৃষিত পাইবে প্রাণ।


টােরি-ঐকতালা।

ফুরায়েছে হাসি সব হেরি ম্লান ও আননে;
আশা তবু একি জাগে প্রাণের অন্তর কোণে!